তীব্র শীতের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রির নিচে
শীতের সকালে সাইকেলে চড়ে গন্তব্যের দিকে
কথায় আছে ‘মাঘের শীত বাঘের গায়ে’। লোকমুখে প্রচলিত কথাটির প্রমাণ দিয়েই যেন মাঘ মাসের শুরুতেই সারাদেশে জেঁকে বসেছে শীত। মাসটির চতুর্থ দিনে শৈত্যপ্রবাহের দাপট আর ঘন কুয়াশার সঙ্গে ‘উত্তরা হিমেল বাতাসে’ কাঁপছে উত্তরবঙ্গসহ গোটা দেশ।
সকাল পেরিয়ে বেলা হলেও এখনও সূর্যের দেখা মেলেনি দেশের অধিকাংশ স্থানে। তবে সহসাই যাচ্ছে না এ শীত, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। নামতে পারে ৬ ডিগ্রির নিচেও। তাছাড়া বয়ে যাওয়া বছরের প্রথম শৈত্যপ্রবাহের দাপটও কমছে না সহজেই। বরং বাড়ছে এর আকার।
বিজ্ঞাপন
সোমবার (১৮ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় অধিকাংশ এলাকার তাপমাত্রা ছিল ৮ থেকে ১৪ ডিগ্রি মধ্যে।
এ বিষয়ে সকাল ৯টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ ঢাকা পোস্ট-কে বলেন, গত কয়েকদিন ধরে বয়ে চলা শৈত্যপ্রবাহ এ সপ্তাহজুড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরেকটু কমতে পারে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
এ আবহাওয়াবিদ জানান, আজ সকাল ৬টা পর্যন্ত দেশের শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই দুই জায়গায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টিপাতের বিষয়ে তিনি জানান, ১৯ থেকে ২০ তারিখের মধ্যে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা আরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনাও দেখছেন তারা।
বজলুর রশীদ জানান, ৬ ডিগ্রির নিচেও নামতে পারে এ তাপমাত্রা। তবে কোথাও বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
এদিকে, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি উত্তরাঞ্চলের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রা সারাদেশে দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের দিনাজপুর, নীলফামারী, বগুড়া, নওগাঁ, শ্রীমঙ্গল, চুয়াডাঙ্গা, রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা পর্যন্ত) ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি.। আর বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।
একে/এফআর