প্রতীকী ছবি

হলমার্ক কেলেঙ্কারিতে সম্পৃক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিকে ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজির ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। 

এছাড়া ভুক্তভোগীও ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকেও গ্রেফতার করা হয়। এ সময় ৯৫ লাখ টাকার চেক ও নগদ ৫ লাখ টাকা এবং অন্যান্য নথিপত্র ও সরঞ্জামাদি জব্দ করে র‌্যাব। মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করে র‌্যাবের একটি দল।

জব্দ করা ভুয়া আইডি কার্ড

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এসকেডি