রাজধানীর খিলগাঁও এলাকার দক্ষিণ গোড়ানে মো. রনি (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে  সাড়ে ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের মা রানু বেগম ঢাকা পোস্টকে বলেন, রনির চলাফেরা ছিল অন্য রকম। মাসে সে একবার গোসল করত। গোসলের কথা বললে সে খুব রেগে যেত। ভালো কাপড় থাকা সত্ত্বেও সে ছেঁড়া কাপড় পরত। গোড়ানে আমাদের ফলের দোকান আছে। সেখানে সে ছেঁড়া কাপড় পরে বসত। এ জন্য তাকে বলেছিলাম ভালো কাপড় পরে দোকানে বসতে। তারপর সে দোকান থেকে বাসায় চলে আসে। গত সোমবার বাসায় এসে দেখি রনি রান্না করা সব খাবার ফেলে দিচ্ছে। 

তিনি আরও বলেন, গতকাল আমাকে বলছে ঘুরতে যাবে এ জন্য ৩ হাজার টাকা লাগবে। পরে তার খালাকে ফোন দিয়ে বলে আম্মাকে বল টাকা দিতে। আমার বোনের ফোন পেয়ে আমি তাকে টাকা দিই। আজ সকালে আমি বাইরে থেকে এসে দেখি বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তারপরও তাকে বাঁচাতে পারলাম না। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, খিলগাঁও থেকে এক যুবককে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার জানিয়েছে কোনো কারণ ছাড়াই সে আত্মহত্যা করেছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খিলগাঁও থানাকে বিষয়টি জানানো হয়েছে।

এসএএ/এসকেডি