চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। 

বুধবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতাররা হলেন- অ্যাম্বুলেন্সের চালক মো. শাহিদ সোহেল (৪৫) এবং হেলপার শিমুল শর্মা (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে চেকপোস্ট বসায়। এসময় চেকপোস্টের দিকে আসা একটি অ্যাম্বুলেন্সকে থামানোর সংকেত দেওয়া হয়। তবে অ্যাম্বুলেন্সটি চেকপোস্টের সামনে থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে ভেতরে অ্যাম্বুলেন্সে থাকা দুজনকেই গ্রেফতার করে। পরে তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সের ভেতর থাকা ট্রাভেল ব্যাগের মধ্য থেকে ২২ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও হেলপার সেজে ইয়াবা সংগ্রহ করে পরে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬৭ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতার আসামি এবং উদ্ধার করা ইয়াবা সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/জেডএস