টিকা নিতে পল্লবীতে উপচেপড়া ভিড়
রাজধানীর বর্ধিত পল্লবীতে করোনার টিকা নিতে বিভিন্ন বয়সের নারী-পুরুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আবার অনেকে টিকা না নিয়েই ফিরে গেছেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বর্ধিত পল্লবীর নগর মাতৃসদন ও নগী স্বাস্থ্য কেন্দ্র-২ এ এমন চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
টিকা নিতে আসা পল্লবীর ষাটোর্ধ বৃদ্ধ মো. ইয়াকুব বলেন, সকাল ৮টায় এসে রোদে লাইনে দাঁড়িয়েছি। মাথার ঘাম পায়ে পড়েছে। জামা কাপড় ভিজে গেছে। এরপর ১০টার দিকে প্রথম ডোজ টিকা নিয়েছি।
বিজ্ঞাপন
রূপনগরের ব্যবসায়ী ইদ্রিস বলেন, সবাইকেই যেহেতু টিকা নিতে হবে তাই টিকা কেন্দ্রগুলোর আরও বেশি সক্ষমতা বাড়ানো উচিত। তাহলে সাধারণ জনগণের দুর্ভোগ অনেক কমে যাবে।
মিরপুর হাউজিং এলাকার স্থায়ী বাসিন্দা আব্দুল হামিদ বলেন, সকাল ৮টায় টিকা নিতে এসেছি। তখন থেকেই দেখছি নারী-পুরুষ লাইন ভেঙে কার আগে কে টিকা নিবে সেই চেষ্টা করছে। সাধারণ মানুষ লাইনে দাঁড়িতে চাচ্ছে না।
বর্ধিত পল্লবীর নগর মাতৃসদন ও নগী স্বাস্থ্য কেন্দ্র-২ এর রুহুল জানান, আমাদের সাধ্যমত চেষ্টা করছি। টিকা নিতে আসা মানুষগুলো সহজে নিয়ম মানতে চাইছে না। তারপরও আমরা মাইকে বলার পরে অনেকেই সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করছে। সকালে খুবই চাপ থাক, তবে বেলা বাড়ার সাথে সাথে চাপ কমে যায়।
এসআর/এইচকে