বিকেএসপিতে নতুন ডিজি
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হককে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
সেনা কর্মকর্তা মাজহারুল হককে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া কর্নেল মো. মিজানুর রহমানকে প্রেষণে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে নিয়োগ দিতে তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএইচআর/ওএফ