বংশালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি।
রাজধানীর বংশাল থানা এলাকায় ছাদ থেকে পড়ে আলী আকবর (৬২) নামে এক শ্রমিক প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলিস্তান বিআরটিসি কাউন্টারের পাশে ৩য় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সাড়ে ৪ টায় তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের সহকর্মী নজরুল ঢাকা পোস্টকে বলেন, আমরা কাজ করছিলাম একটি নির্মাণাধীন ভবনের ৩য় তলায়। হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যায়।
তিনি আরও বলেন, আলী আকবরের বাড়ী নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বানিয়াগাঁও এলাকায়। তিনি মৃত আনফর আলীর ছেলে।
বিজ্ঞাপন
মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সংশ্লিষ্ট থানায় খবর দিয়েছি।
এসএএ/এইচকে