রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদি এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পু্লিশ।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল শেষে দুপুর পৌনে ১টায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম আবু রায়হান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লোহার অ্যাঙ্গেলের সঙ্গে মরদেহটি ঝুলছিল। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক বিভাগকে খবর দিয়েছি। তারা পরিচয় শনাক্তে কাজ করছেন। তার পরনে ছিল পুরানো চেক লুঙ্গী ও গায়ে ছিল নীল রংয়ের হাফহাতা গেঞ্জি। গায়ের রঙ শ্যামলা এবং মুখে দাড়ি আছে।

এসএএ/এমএইচএস