ইয়াবা-ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবা ও রাজধানীর শ্যামপুর থেকে ১৬০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর পৃথক দল শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করে।
বিজ্ঞাপন
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এসব তথ্য জানিয়েছে। তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নতুন রাস্তা ঢাকা ফিলিং ষ্টেশন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব বাগদাদ হোসেন (৩৮) ও তাহেদুল ইসলাম (২৫) নামে দুইজনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ৭ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও দেড় হাজার টাকা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার রাত ১০টার দিকে র্যাব- ১০ এর আরেকটি দল পোস্তগোলা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিলসহ মো. বাবুল হোসেন (৩২) নামে আরেক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
র্যাব-১০ এর সিএ অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, বাবুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি কিছুদিন ধরে শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তার বিরুদ্ধে শ্যামপুর থানায় মাদক মামলা হয়েছে।
জেইউ/এমএইচএস