প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নাইম হাসান (২৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সানারপাড় এলাকার সাইনবোর্ডের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তার চিকিৎসা চলছে।

আহত নাইম হাসান ঢাকা পোস্টকে বলেন, আমার বাসা পশ্চিম সানারপাড় এলাকায়। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি।আজ শনিবার আমার অফিস বন্ধ ছিল। দুপুরে একটি কাজে সাইনবোর্ড এলাকা থেকে বাসায় ফিরছিলাম। সানারপাড় ও সাইনবোর্ড এলাকায় এলে হঠাৎ একটি গুলি আমার বাম পায়ের উরুতে এসে লাগে। পরে আমার বাবা আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।আমার বাবা জাতীয় গোয়েন্দা সংস্থায় (এনএসআই) চাকরি করেন। আমার উরুতে এখনও গুলি রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালের জরুরি বিভাগে নাইম হাসানের চিকিৎসা চলছে। সিদ্ধিরগঞ্জ থানাকে বিষয়টি জানানো হয়েছে। 

এসএএ/এইচকে