ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৩০ জন দালালকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢামেক হাসপাতালে দালাল ধরতে অভিযান চালায় র‍্যাব-৩। এ সময় দালালদের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মনির হোসেন বাবু (৪০), জাবেদ হোসেন (২৮), সুমন ঘরামী (৩৪), সান্বয়র হোসেন সজল (৩৫), শফিকুল ইসলাম (৪৯), শাকিল আহম্মদ (২৩),  জনি (২৭), সবুর (৩৯),মিজানুর রহমান(৩০),  হাসান (২২), সাইফুল ইসলাম (৪২),  শিপন (৩৫), এনামুল হক (২৬), নাজমুল হাসান (২৫), আনোয়ার হোসেন (৩৫), শফিকুল ইসলাম (২১), ইব্রাহীম আলী (৪৬), শামীম (২২), পলক হাওলাদার (২১), রনি কুমার (৩০), মিজানুর রহমান নিজাম (৩৪), নূরনবী (৩৮), হৃদয় হোসেন (২৫), জামাল হোসেন টিটু (৩৫), ফাহিম (৩৪), সুমন (৩৫), শাহ আলম (৩১), মনির হোসেন (৩৫), ইলিয়াস (৪৫) ও কাওছার (৩২)। 

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের জানান, ঢাকা মেডিকেলে দেশের বিভিন্ন জেলা থেকে রোগী আসে। তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের বেসরকারি হাসপাতালে নিয়ে যায় অ্যাম্বুলেন্স চালক ও দালালরা। আমরা আজ ৩০ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে। গত কয়েকমাস আগেও এখানে অভিযান চালানো হয়েছিল।

ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আশরাফুন নাহার সাংবাদিকদের বলেন, ঢামেক হাসপাতালকে দালালমুক্ত করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

এসএএ/এইচকে