ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছর করার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সেই সঙ্গে আন্দোলনের পরেও সেই উদ্যোগ থেকে সরে না আসায় তীব্র নিন্দা জানিয়েছেন তারা।
রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিন্দা ও মন্তব্য জানান পরিষদের সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি বাস্তবায়নের জন্য মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ থেকে ২০ সেপ্টেম্বর দেশব্যাপী দাবির পক্ষে পোস্টারিং ও লিফলেট বিতরণ; ৭ ও ৮ সেপ্টেম্বর ৪ দফা দাবি আদায়ে জেলায় জেলায় সংবাদ সম্মেলন; ১২ সেপ্টেম্বর সব প্রকৌশল সংস্থায় ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করা; ১৫ সেপ্টেম্বর দাবি দিবস উপলক্ষে দেশব্যাপী সমাবেশ, মানববন্ধন ও সংশ্লিষ্ট চারটি মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দাবির পক্ষে স্মারকলিপি প্রদান; ১৮ থেকে ২৯ সেপ্টেম্বর জেলা শাখাগুলোতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান; ১ থেকে ৭ অক্টোবর দাবি সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঢাকায় সার্ভিস অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান; ১১ অক্টোবর চট্টগ্রামে, ১৪ অক্টোবর সিলেট ও বরিশালে, ১৮ অক্টোবর ময়মনসিংহ ও খুলনায়, ২১ অক্টোবর কুমিল্লা ও রংপুরে এবং ২৫ অক্টোবর রাজশাহী ও ফরিদপুর বিভাগে প্রতিবাদ সমাবেশ ও বিভাগীয় কমিশনার/জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে।
এরপরও দাবি বাস্তবায়নে স্পষ্ট অগ্রগতি পরিলক্ষিত না হলে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক ফজলুর রহমান খান, আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান, বাংলাদেশ করিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।
এমএইচএন/জেডএস