‘মাঝপথে দাতারা চলে গেলেও নিজস্ব সম্পদে চলতে পারব’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শুরুতে নানা নীতির কথা বলে ডোনাররা (দাতা) মাঝপথে ভাসিয়ে চলে যায়। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। মাঝপথে ভাসিয়ে দিয়ে তারা বিদায় নিলেও আমরা পারব। আমাদের নিজস্ব সম্পদ দিয়ে চলতে পারব।
রোববার রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্ডার প্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ বাংলাদেশ) অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের সক্ষমতা আছে। আমরা আর সহায়তা চাই না। তবে কেউ যদি সম্মানের সঙ্গে আমাদের পাবলিককে সালাম দিয়ে কাজ করতে চায়, তাহলে করুক। ডোনারদের মাঝপথে নীতি পরিবর্তন আর করতে দেওয়া যাবে না। নদীতে ভাসিয়ে দিয়ে চলে যাবে, সেই দিন আর আমাদের নেই। এগুলো আমাদের অ্যাভয়েড (পরিহার) করতে হবে।
তিনি বলেন, ডোনাররা নীতিমালা পরিবর্তন করতেই পারে। তবে শেখ হাসিনা কখনও বলেন না যে, তিনি নীতিমালা পরিবর্তন করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী মানবিক। দেশের দায়িত্বগুলো শেষ বিচারে আমাদেরই বইতে হবে। এটিই আমাদের মূল কথা। আমাদের নিজস্ব সম্পদ আগের তুলনায় অনেক বেড়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের লাখ লাখ মানুষ কাজ করছে। কাজ করছে বলেই সম্পদ বেড়েছে। বক্তৃতা দিয়ে কোনো সম্পদ সৃষ্টি হয় না। সম্পদ সৃষ্টি করতে হলে কাজ করতে হবে, লোহার ওপর পেটাতে হবে, অথবা নৌকা বাইতে হবে, কিংবা লাঙল চালাতে হবে। লাখ লাখ মানুষ কাজ করছে বলেই সম্পদ সৃষ্টি হচ্ছে। এ সম্পদ আমাদের কাজে লাগাতে হবে। টেকনিক্যাল (কারিগরি) শিক্ষা কাজে লাগাতে হবে। সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের জন্য আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বাংলাদেশে শিক্ষার ঘাটতি আছে। এ শিক্ষা দিয়ে বাকি পথ পাড়ি দেওয়া যাবে না। দেশে সাক্ষরতার হারও সম্মানজনক নয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রযুক্তিশিক্ষা নিতে হবে। কৃষি যান্ত্রিকীকরণ শুরু হয়ে গেছে। আমরা কৃষিপণ্য বিদেশে পাঠানোর জন্য কাজ করছি।
সভাপতির বক্তব্যে ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ জানান, ইউসেপ বাংলাদেশ দীর্ঘ ৪৯ বছর ধরে বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশু ও যুবাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সংস্থাটি কাজ করে যাচ্ছে।
এসআর/আরএইচ