ফেনীতে গৃহবধূ নির্যাতন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বাংলাদেশ মহিলা পরিষদের লোগো
ফেনী জেলার ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে গৃহবধূকে চিকিৎসার নামে নির্যাতন এবং এসিড নিক্ষেপ করে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
বিবৃতিতে তারা বলেন, ফেনী জেলার ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে গৃহবধূকে চিকিৎসার নামে শ্বশুরবাড়িতে সাপ দিয়ে মধ্যযুগীয় কায়দায় ‘চিকিৎসায়’ গত ৭ আগস্ট গৃহবধূ বাকপ্রতিবন্ধী হয়ে পড়েন। বাকপ্রতিবন্ধী গৃহবধূকে গ্রামের বাড়িতে রেখে গত ৫ সেপ্টেম্বর সকালে বোন ও তার মা ফেনীতে নারী-নির্যাতন বিরোধী কর্মসূচিতে যোগ দিতে ফেনী আসেন। কর্মসূচি শেষে তারা খবর পান স্বামীর ফুফাতো ভাই, মিনার ও তারেক ঘরের জানালা দিয়ে গৃহবধূকে এসিড নিক্ষেপ করে পালিয়ে গেছেন। পরে তাৎক্ষণিকভাবে গৃহবধূকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
তারা আরও বলেন, এমতাবস্থায় বাংলাদেশ মহিলা পরিষদ গৃহবধূকে সাপ দিয়ে মধ্যযুগীয় কায়দায় চিকিৎসার নামে নির্যাতন এবং এসিড নিক্ষেপ করে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। নির্যাতনের শিকার গৃহবধূর সুচিকিৎসা ও নিরাপত্তার নিশ্চিতকরণের দাবি জানাই। সেইসাথে এসিডজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে এসিড নিয়ন্ত্রণ আইন ২০০২ এর যথাযথ বাস্তবায়ন করতে হবে।
বিজ্ঞাপন
এএসএস/এইচকে