রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের পাশে ঐতিহ্যবাহী রাজারবাগ দরবার শরীফে শুরু হয়েছে ৬৩ দিনব্যাপী এক বিশেষ মাহফিল। ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন অর্থ্যাৎ ১২ রবিউল আউয়াল উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব এ মাহফিলের উদ্বোধন করেন রাজারবাগ দরবার শরীফের শাহদামাদ হয়রত শফীউল ওমাম, হযরত হাদীউল ওমাম। ইতোমধ্যে সেখানে দেশ-বিদেশের হাজারও মানুষ অংশ নিয়েছেন।

৬৩ দিনব্যাপী এ মাহফিলের প্রথম ৩০ দিন প্রবিত্র কোরআন শরিফের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরের ৩০ দিন হবে ওয়াজ মাহফিল। সর্বশেষ তিন দিনে অনুষ্ঠিত হবে হামদ, নাৎ এবং সামা (গজল)।

প্রতিযোগিতায় বিষয়ভিত্তিকভাবে শিশু-কিশোর, ছাত্র-যুবক ও বয়স্করা অংশগ্রহণ করবেন। মাহফিল শেষ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এছাড়া ওয়াজ মাহফিলে প্রতিদিন তিনজন আলোচক পূর্ব নির্ধারিত তিনটি নির্দিষ্ট বিষয়ের ওপর আলোচনা করবেন।

মিলাদ ও ক্বিয়ামের মধ্য দিয়ে প্রতিদিনের মাহফিলের শেষভাগে বিশেষ দোয়া-মোনাজাত এবং নছিহত পেশ করবেন রাজারবাগ শরীফের পীর মুর্শিদ ক্বিবলা। 

প্রতি রাতেই মাহফিল শেষে মাহফিলে অংশগ্রহণকারীগণের মধ্যে বরকতময় তাবারুক বিতরণ করা হবে। এছাড়া ১২ রবিউল আউওয়ালের দিন সকালে কোটি কোটি কণ্ঠে মীলাদ শরীফ পাঠ করা হবে। সম্মিলিত মিলাদ পাঠ শেষে ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ডে মানুষদের মধ্যে ৬৩ তাবারুক বিতরণ করা হবে।

এমএইচএন/এসএম