রাজধানীর গাবতলী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতাররা হলেন, সালমা আক্তার (টুকটুকি) ও মো. সাদ্দাম হোসেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

দেবাশীষ কর্মকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে সোমবার রাতে অভিযান পরিচালনা করে সালমা ও সাদ্দামকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ও ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা দেশের সীমান্তবর্তী জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন। এ বিষয়ে দারুস সালাম থানার একটি মামলা রুজু করা হয়েছে। মামলায় আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমএসি/এমএইচএস