নাটক-গান-কবিতায় পরীমণির পাশে দাঁড়ালেন শিল্পীরা
কবিতা, গান, নাচ ও কথামালার আয়োজনে শিল্পীর প্রতি সকল প্রকার অন্যায় আচরণের প্রতিবাদ জানিয়েছেন শিল্পীরা।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিল্পীর প্রতি অন্যায় আচরণ বন্ধের দাবিতে আয়োজিত এক সমাবেশে এভাবে প্রতিবাদ জানানো হয়। ‘শিল্পীর পাশে’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সঙ্গীতা ও সুরভী রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- নাট্য পরিচালক মামুনুর রশিদ, নাট্য নির্মাতা মোস্তফা মনন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ, লেখক স্বকৃত নোমান, বিথী ঘোষ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, অভিনয় শিল্পী ও মঞ্চ নির্দেশক রিতু সাত্তারসহ আরও অনেকে।
সমাবেশে বক্তব্যের পাশাপাশি নাটক, গান, কবিতার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। মিজানুর রহমানের নির্দেশনায় ‘একটি ফুল দেখা যায়’ পথনাটক প্রদর্শন করে থিয়েটার বায়ান্ন, ‘মোড়ল পুলিশিং’ নামে নাটক প্রদর্শন করে প্রাচ্যনাট। লুৎফুর রহমান লিটনের লেখা ‘পুরুষতন্ত্রের দড়ি এবং একজন পরী’ কবিতা আবৃত্তি করা হয়, শারমিন ইতি ‘সেই মেয়েটি’ শিরোনামে একটি গান পরিবেশন করেন।
বিজ্ঞাপন
সমাবেশে নাট্য পরিচালক মামুনুর রশিদ বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আজ আমাদের এই সমাবেশ। বাংলাদেশের প্রতিটি আন্দোলনে মূখ্য ভূমিকা পালন করেছে সাংস্কৃতিক কর্মীরা, শিল্পীরা। ভাষা আন্দোলন, পঁয়ষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধে, পরবর্তী স্বৈরাচার বিরোধী লড়াইসহ সকল লড়াইয়ে শিল্পীরা অগ্রগামী শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, আমরা অত্যন্ত দুঃখ, বেদনা, ক্ষোভের সঙ্গে দেখছি মাঝে মাঝে আমাদের শিল্পীদের অধিকার হরণ করা হয়, অপমানিত করা হয়, অবহেলা করা হয়। শিল্পীর প্রতি কোনো অন্যায় হলে সমাজ তার পাশে না দাঁড়ানোর কারণ, সরকার প্রকৃতার্থে শিল্পীদের কখনো মূল্যায়ন করেনি। বিভিন্ন আন্দোলনে শিল্পীদের অবদান মেনে নিয়ে কোনো সরকার তাদের পাশে এসে দাঁড়ায়নি।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের নিগ্রহের শিকার হওয়া একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। আমরা গর্ব করি নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশ্বে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। মৌলবাদী যারা নারীকে ভোগের প্রাণী হিসেবে চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। মৌলবাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিকভাবে লড়তে, সামাজিকভাবে লড়তে হবে, সাংস্কৃতিকভাবেও লড়তে হবে।
সমাবেশ থেকে ছয় দফা দাবি পেশ করেন সমাবেশের অন্যতম আয়োজক মোস্তফা মনন।
গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে র্যাবের হাতে আটক হন নায়িকা পরীমণি। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। কয়েক দফায় রিমান্ডেও নেওয়া হয় পরীমনিকে ওই মামলায়। ২৭ দিন কারাগারে থেকে ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। ৪ আগস্ট গ্রেফতার হওয়ার আগে পরীমণি অভিযোগ এনেছিলেন ৯ জুন রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি মামলাও করেছিলেন। ওই মামলায় প্রধান আসামি করা হয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে। পরীমণির করা ওই মামলায় গ্রেফতারও হন নাসির উদ্দিন।
এইচআর/এনএফ