অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক ডিআইজি মো. নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‍

দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক সই করা পাঠানো নোটিশে তাকে ১৯ সেপ্টেম্বর (রোববার) হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুদকের একটি ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা যায়। দুদকের তলবি নোটিশে নজরুল ইসলামের ধানমন্ডির ৪/এ-এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা গেল। নির্ধারিত তারিখে হাজির হতে ব্যর্থ হলে আপনার (নজরুল) কোনো বক্তব্য নেই বলে গণ্য হবে।

অভিযোগে সিআইডির সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে অঢেল সম্পদের তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে। সেসব তথ্য-উপাত্ত যাচাই করতেই তলব করা হয়েছে বলে জানা গেছে।

আরএম/জেডএস