এখনই আফগান সরকারকে স্বীকৃতি নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, আমরা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি না। আমরা তাড়াহুড়ো করতে চাই না। আমরা এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। স্টিল উই আর ওয়েটিং ফর এ পারমানেন্ট গভর্নমেন্ট। এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। পুরোপুরি সরকার হওয়ার প্রক্রিয়া এখনও বাকি আছে।
বিজ্ঞাপন
শাহরিয়ার আলম বলেন, সম্ভাব্য নতুন সরকার আদর্শিক কিছু জায়গা আছে সেখানে আমরা কম্প্রোমাইজ করব না। এখানে নারীদের অংশগ্রহণ কতটা হচ্ছে, সেটা দেখব। নারীর অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা।
তিনি বলেন, আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে ঢাকার সমর্থন থাকবে। আমাদের মূল ফোকাস হচ্ছে, আফগানিস্তানের স্টেবিলিটি। আমরা চাই, সেখানে যুদ্ধ পুরোপুরি থেমে যাক। সেখানে এখনও যারা বিদেশি, শুধু বাংলাদেশ নয়; যারা আছে তারা যেন নিরাপদে থাকেন।
প্রতিমন্ত্রী বলেন, এখন ১০ বাংলাদেশি সেখানে অবস্থান করছেন, এদের মধ্যে তিনজন এনজিওকর্মী। সাতজন স্বেচ্ছায় সেখানে রয়ে যাচ্ছেন। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট।
বিজ্ঞাপন
মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করা হয়। তিনি তালেবানের প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন। প্রায় দুই দশক ধরে তালেবানের নীতিনির্ধারণী সর্বোচ্চ পর্ষদ শুরা কাউন্সিলের নেতৃত্বে ছিলেন আখুন্দ।
গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করার পর সম্ভাব্য তালেবান সরকারের প্রধান হিসেবে আবদুল গনি বারাদারের নামই বেশি আলোচনায় ছিল। কারণ, তিনি তালেবানের প্রয়াত প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ভগ্নিপতি ও ঘনিষ্ঠজন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের পক্ষে নেতৃত্ব দেন তিনি। কিন্তু তাকে না করে আখুন্দকে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করা হয়।
এনআই/আরএইচ