রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নয়ন তঞ্চগ্যা। এ সময় তার হেফাজত থেকে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম। 

তিনি বলেন, আজ সকালে যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালীর পঁচা ডোর সেন্টারের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ নয়ন তঞ্চগ্যাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেফতারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মাজহারুল ইসলাম।

এমএসি/এইচকে