ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির প্রয়াত সমাজকল্যাণ কর্মকর্তা আসাদুজ্জামান নিজের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনে সর্বদা সচেষ্ট ছিলেন।

বুধবার গুলশানের নগর ভবনে ডিএনসিসির প্রয়াত সমাজ কল্যাণ কর্মকর্তা আসাদুজ্জামান স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, যে আসাদ নিজে দায়িত্ব নিয়ে অনেক মৃত ব্যক্তির কবরের বন্দোবস্ত করতেন, তাকেই কবরে চলে যেতে হয়েছে, এটিই বাস্তবতা। আমরা যারা দুনিয়াতে এসেছি, সবাইকেই একদিন চলে যেতে হবে, এর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, অত্যন্ত বিনয়ী ও কঠোর পরিশ্রমী আসাদুজ্জামান নিজের সততা ও আন্তরিকতায় সবাইকে মুগ্ধ করতে সক্ষম হয়েছেন। তার মতো সবাইকে জনকল্যাণে সৎপথে থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে প্রয়াত সমাজকল্যাণ কর্মকর্তা আসাদুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনায় মরহুমের স্মৃতিচারণ করেন অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ও মেয়রের সহকারী একান্ত সচিব-২ রিসাদ মোর্শেদ।।

এএসএস/আরএইচ