আরও এক বছর সচিব থাকছেন শহীদ উল্লা খন্দকার
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ২৩ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়।
এসএইচআর/এনএফ
বিজ্ঞাপন