চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পশ্চিম দক্ষিণ কোনায় পাঁচ তলা ভবন নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদফতর। আর সেখানে পাহাড় কাটছে ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নুরী বলেন, পাহাড় কাটার দায়ে মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকার মো. মহসিন হায়দার ও সাব ঠিকাদার মো. শফিকের নামে খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পাঁচ তলা ভবন নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটা হচ্ছে। আজকে পরিবেশ অধিদফতরের একটি টিম চট্টগ্রাম ক্যাম্পাস ভবনের পিছনের অংশে ঘটনার প্রমাণ পায়।

পাহাড়ের যে অংশ কাটা হচ্ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

কেএম/এমএইচএস