জরুরি ভিত্তিতে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। কুয়েতের অক্সিজেন ফিটনেস সেন্টার বাংলাদেশি কর্মী নিয়োগের ব্যাপারে আল আজিজ ওভারসিজ নামক প্রতিষ্ঠানে পাসপোর্ট জমা বা আর্থিক লেনদেন না করার জন্য বিশেষষভাবে অনুরোধ করেছে দূতাবাস।

সোমবার (১৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

এতে বলা হয়, কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুয়েতের অক্সিজেন ফিটনেস সেন্টার বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েত থেকে কোনো চাহিদাপত্র, চুক্তিপত্র ও ক্ষমতাপত্র সত্যয়ন করা হয়নি। এ পরিপ্রেক্ষিতে আল আজিজ ওভারসিজ নামক প্রতিষ্ঠানে পাসপোর্ট জমা/কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এনআই/জেডএস