তুরস্কের ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে ফিরতে গত ৬ সেপ্টেম্বর রোম থেকে প্লেনে ওঠেন ইতালি প্রবাসী মো. দিদারুল আলম। কিন্তু ইস্তাম্বুল এয়ারপোর্টে পাসপোর্ট হারিয়ে যাওয়ায় সেখানে আটকা পড়েন। ছয়দিন পর রোম দূতাবাসের সহযোগিতায় সোমবার (১৩ সেপ্টেম্বর)  দেশে ফিরেছেন দিদারুল আলম।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রোমের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ইতালি প্রবাসী মো. দিদারুল আলম করিম গত ৬ সেপ্টেম্বর ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশে রোম থেকে প্লেনে ওঠেন। কিন্তু ইস্তাম্বুল এয়ারপোর্টে পৌঁছে তার পাসপোর্ট হারিয়ে যাওয়ায় দুর্ভাগ্যবশত তিনি আর ঢাকাগামী প্লেনে উঠতে পারেননি।

গত ১০ সেপ্টেম্বর বিষয়টি দূতাবাসকে জানানো হলে রোমে বাংলাদেশ দূতাবাস এগিয়ে আসে। ইস্তাম্বুলে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং টার্কিশ এয়ারলাইন্স অফিসের আন্তরিক সহায়তায় ১১ সেপ্টেম্বর (শনিবার) ইস্তাম্বুল এয়ারপোর্টে তাকে শনাক্ত করা সম্ভব হয়। ১২ সেপ্টেম্বর (রোববার) ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে ট্রাভেল পাস ইস্যু করে। অবশেষে সোমবার তিনি চট্টগ্রামে নিরাপদে তার বাড়ি পৌঁছান।

এনআই/জেডএস