বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর এলাকায় বাসার বাথরুমে রাখা বালতির পানিতে পড়ে হাফিজা (১ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত শিশুর বাবা সুমন হোসেন ঢাকা পোস্টকে জানান, ছোট মেয়ে একা একা হেঁটে বাথরুমের দিকে যায়। বাথরুমের দরজা খোলা থাকায় বালতিতে পানি নাড়তে থাকে। এক পর্যায়ে বালতির মধ্যে পড়ে যায়। খোঁজাখুঁজির পর বাথরুমে গিয়ে দেখি অচেতন অবস্থায় পানিতে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর ১১৬ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকেন। আর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানায়।
বিজ্ঞাপন
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/ওএফ