রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে একটি ট্রাক ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন- কক্সবাজারের বাসিন্দা মো. কাউসার (২৮), মো. ইয়াছিন (২১), ভোলার মো. সালাউদ্দিন (৩৪), গাজীপুরের জুয়েল মিয়া (২৮) ও বেলাল হোসেন (৩৬)।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শাহজাহানপুরে মাদক কারবারি চক্রের ইয়াবা ক্রয়-বিক্রয়ের অবস্থান জানতে পেরে র‌্যাবের একটি দল বুধবার দুপুর দেড়টার দিকে অভিযান চালায়। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের দেহ, ব্যাগ ও গাড়ি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একটি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা প্রত্যেকে পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফ থেকে কৌশলে ইয়াবা এনে রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রয় করত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আজ তাদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় আরও একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।

জেইউ/ওএফ