বায়তুল মোকাররমে কাসেমীর জানাজায় অংশ নিতে আসা মানুষজন/ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা হয়। এতে ইমামতি করেন কাসেমীর ছোট ছেলে মুফতি জাবের কাসেমী।

জানাজার আগে কাসেমীর কর্মজীবন তুলে ধরে বক্তব্য রাখেন হেফাজত ও জমিয়তের নেতারা। আশুলিয়া সুবহানিয়া মাদরাসা প্রাঙ্গণে কাসেমীকে দাফন করা হবে বলেও জানাজায় উল্লেখ করেন তার ছেলে।

প্রথমে তার জানাজা জাতীয় ঈদগাহে করার ঘোষণা দেওয়া হলেও অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমে করা হয়।

মাওলানা নূর হোসাইন কাসেমী বিএনপি জামায়াত জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। এছাড়া তিনি হেফাজতে ইসলামের মহাসচিব, আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে ছিলেন।

জানাজার উপস্থিত ছিলেন হেফাজতের আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী, জামিয়া বারিধারার মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নাজমুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা জিয়াউদ্দিন, কওমি শিক্ষা বোর্ড বেফাক ও আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান প্রমুখ।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর হোসাইন কাসেমী।

এএইচআর/এসএম