বঙ্গবন্ধুর দেখানো পররাষ্ট্র নীতিতেই আস্থা রাখছেন প্রধানমন্ত্রী
ওয়েবিনারে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পররাষ্ট্র নীতি অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দেশের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে নেতৃত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রোববার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
নিকট প্রতিবেশির সঙ্গে সম্পর্কের উদাহরণ হিসেবে প্রতিমন্ত্রী ভারতের উদাহরণ টেনে আনেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাখা দিতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ নিকট প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।’
আরেক প্রতিবেশি রাষ্ট্র মিয়ানমার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বন্ধুত্বের জায়গায় মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ কঠিন সময়েও সম্পর্ক বজায় রেখেছে। মিয়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে যে অমানবিক সংকট তৈরি করেছে, এরপরও বঙ্গবন্ধুর দেখানো পররাষ্ট্র নীতি তথা শান্তির বারতা বজায় রেখেছে। আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে অনবরত মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছি।’
বিজ্ঞাপন
‘আমরা আশা করছি, মিয়ানমার স্থায়ী বা টেকসই সমাধানের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।’ যোগ করেন প্রতিমন্ত্রী শারিয়ার।
ওয়েবিনারে বিআইআইএসএস চেয়ারম্যান এম ফজলুল করিম, মহাপরিচালক এমদাদুল বারী এনডিসি, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বক্তব্য রাখেন।
এনআই/এসএম