ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মুক্তির দাবিতে শাহবাগে জড়ো হয়েছেন প্রতিষ্ঠানটির গ্রাহক, পাইকারি বিক্রেতা ও কর্মীরা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে তারা জমায়েত হতে শুরু করেন। এরপর সোয়া ৩টার দিকে ব্যানার নিয়ে শাহবাগ মোড়ে মানববন্ধন করেন তারা। তাদের দাবি, রাসেলকে আটক রেখে এর কোনো সমাধান হবে না। বরং তাকে সুযোগ দেওয়া হোক।

রাসেলের মুক্তির দাবিতে শাহবাগে আসা মুনতাসিম নাঈম নামে এক গ্রাহক বলেন, আমি প্রায় ৯৫ শতাংশ অর্ডার ডেলিভারি পেয়েছি। বাকি অর্ডারগুলো পেন্ডিংয়ে আছে।

এই গ্রাহক বলেন, ইভ্যালির সঙ্গে অনেকদিন হলো ব্যবসা করছি। এতে আমরা অনেক খুশি। তবে অনেকের অর্ডার ও টাকা-পয়সা পেন্ডিং রয়েছে এটাও ঠিক।

মো. সাখাওয়াত হোসেন নামে আরেকজন বলেন, আমার বন্ধুরা অনেকেই ইভ্যালির মাধ্যমে উপকৃত হয়েছে। আবার অনেকে টাকা বা পণ্য পায়নি। এখন রাসেলের জেল হলে, আমাদের টাকাটা কে দেবে?

মানববন্ধনে ইভ্যালির গ্রাহকরা রাসেলের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় তাদের হাতে সেইভ ইভ্যালি, সেইভ ই-কমার্স, আই সাপোর্ট ইভ্যালি, সেইভ রাসেল ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

তারা এক দফা এক দাবি, রাসেল ভাইয়ের মুক্তি; বাংলাদেশের ই-কমার্স, ধ্বংস হতে দেব না; ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন।

একে/এমএইচএস/জেএস