প্রতীকী ছবি।

রাজধানীর মেরুল বাড্ডায় পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, মেহেদী হাসান গাজী পাইলিং কোম্পানিতে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে অচেতন হয়ে পড়েন। তৎক্ষণাৎ আমরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মেহেদী মেরুল বাড্ডা থাকতেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকায়। তিনি হেলাল উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বাড্ডা থানাকে বিষয়টি জানানো হয়েছে।

এসএএ/এইচকে