পুলিশ দেখেই পালাতে চেষ্টা করেন ২ ইয়াবা কারবারি
রাজধানীর কদমতলী থেকে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন সাজ্জাদ হোসেন ও মো. কামরুল ইসলাম। তাদের উভয়ের বাড়ি চট্টগ্রাম।
শনিবার কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাড়ির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, শুক্রবার রাতে কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে ইয়াবা বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের সহায়তায় ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৮০০ পিস ইয়াবা।
গ্রেফতারদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতারদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিজ্ঞাপন
এমএসি/আরএইচ