পল্লবীতে ২২শ পিস ইয়াবাসহ কারবারি আটক
রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. আরজু নামে এক মাদক কারবারিকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্লবীর ১২ সেকশনের ডি ব্লকের সিরামিক গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, থানার একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ পায় যে, মিরপুর ১২ সেকশনের ডি ব্লকের সিরামিক গেটের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। তথ্য পেয়ে অভিযান ওই এলাকায় পরিচালনা দলটি। দলের নেতৃত্বে ছিলেন এসআই সজীব খান।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি পালাতে চেষ্টা করেন। তখন তাকে আটক করা হয়। আর তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় দুই হাজার ২০০ পিস ইয়াবা।
পল্লবী থানায় দায়ের করা মাদক মামলায় আটক আরজুকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক ও মারামারির আরও দুটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বিজ্ঞাপন
জেইউ/আরএইচ