নির্বাচন কমিশন পঞ্চম ধাপে পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে। ‘স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা- ২০১০’ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয় বলে ইসি সূত্র জানায়। নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী- রংপুরের হারাগাছে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমিয়ারা পারভীন, জয়পুরহাটের সদরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফেরদৌস আলম, বগুড়ার সদরের রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে এএসএম জাকির হোসেন ও মো. সাখাওয়াত হোসেন দায়িত্ব পালন করবেন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুস সামাদ, রাজশাহী চারঘাটের সৈয়দা সামিরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম, দূর্গাপুরে রিটার্নিং কর্মকর্তা মো. মহসীন মৃধা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে মো. আসাদুজ্জামান দায়িত্ব পালন করবেন।

ঝিনাইদহের মহেশপুরে রিটার্নিং কর্মকর্তা শাশ্বতী শীল ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আল এমরান, কালীগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. রোকুনুজ্জামান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং যশোরের কেশবপুরের রিটার্নিং কর্মকর্তা এম এ আরাফাত হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বজলুর রশিকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া যশোর সদরে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুর রশিদ, ভোলা সদরে মো. আলাউদ্দিন আল মামুন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান খান, চরফ্যাশনে রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে মো. রফিকুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ রিটার্নিং কর্মকর্তা ও সহকারী অফিসার মো. বেলাল হোসেন,  ইসলামপুরে রিটার্নিং কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. হোসনে আরা, মাদারগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল মনসুর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জামান হোসেন চৌধুরী এবং সদরে গোলাম মোস্তফা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে ময়মনসিংহের নান্দাইলে রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান, কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম ও প্রলয় কুমার সাহা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

মানিকগঞ্জের সিংগাইরে রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুব রোমান চৌধুরী, মাদারীপুরের শিবচরে রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হারুন আর রশিদ এবং সদরে রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান ও বিকাশ চন্দ্র দে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

হবিগঞ্জের সদরে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার সদরে রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাত জাহান, চাঁদপুরের মতলব দক্ষিণে রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাহের ভূঁইয়া এবং শাহরাস্তিতে শিরীন আক্তার রিটার্নিং কর্মকর্তা ও আবুল কাশেমকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া লক্ষ্মীপুরের রায়পুরে নাজিম উদ্দীন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দীপক বিশ্বস। চট্টগ্রামের মীরসরাইয়ের রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারুক হোছাইন, বারইয়ারহাটের রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন ভূঞা, রাউজানে রিটার্নিং কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ ও সহকারী অফিসার অরুন উদয় ত্রিপুরা এবং রাঙ্গুনিয়ার রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা দায়িত্ব পালন করবেন। আর গাজীপুরের কালীগঞ্জে কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ রিটার্নিং কর্মকর্তা ও ফারিজা নূর সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এসআর/ওএফ