রাজধানীতে ৩৮ গ্রিলকাটা চোর ও ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৮ জন গ্রিলকাটা চোর ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
এ সময় অভিযানে তাদের কাছ থেকে নানা রকম মালামাল ও সরঞ্জামাদি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮ জন গ্রিলকাটা চোর ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মালামাল ও সরঞ্জামাদি জব্দ করা হয়।
এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলেও তিনি জানান।
বিজ্ঞাপন
এমএসি/ওএফ