পোল্যান্ডের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূতের প্রশংসাপত্র অর্পণ
পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন দেশটির রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র (লেটার অব ক্রেডেনস) অর্পণ করেছেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ওয়ারশের বেলভেদের প্রাসাদে রাষ্ট্রদূতকে সামরিক অভিবাদন জানানো হয় এবং বাংলাদেশের জাতীয় সংগীত সামরিক অর্কেস্ট্রায় বাজানো হয়। পরবর্তীতে প্রাসাদের অভ্যন্তরে রাষ্ট্রদূত সুলতানা লায়লা পোল্যান্ডের রাষ্ট্রপতির নিকট প্রশংসাপত্র অর্পণ করেন।
বিজ্ঞাপন
দূতাবাস জানায়, এ আনুষ্ঠানিকতার মাধ্যমে রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বাংলাদেশের পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত অনন্যসাধারণ রাষ্ট্রদূতরূপে পদাধিকার ও নিয়োগ প্রাপ্ত হলেন।
প্রথা অনুযায়ী, রাষ্ট্রদূত প্রশংসাপত্র অর্পণ শেষে পোল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সবশেষ রাষ্ট্রদূত লায়লা বিভিন্ন যুদ্ধে নিহত পোলিশ সৈনিকদের সম্মানে ‘টুম্ব অব দা আননোন সোলজার’ এ পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজ্ঞাপন
পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত সুলতানা লায়লা গত ৩০ জুন ওয়ারশের বাংলাদেশ দূতাবাসের দায়িত্বভার গ্রহণ করেন। গত বছরের ২০ অক্টোবর মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লাকে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
১১তম ব্যাচের বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুলতানা এর আগে দিল্লি ও ইয়াঙ্গুনে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি লসঅ্যাঞ্জেলেসে কনসুলেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
এনআই/এসকেডি