ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধভাবে হয়নি। তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা সুলতানা তাম্মি ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন।

তামিমার আগের স্বামী রাকিব হাসানের করা এক মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিবেদনে (পিবিআই) আজ এক প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনে সূত্রে এসব তথ্য জানা যায়।

পিবিআইয়ের প্রতিবেদনের পর নাসির-তামিমা দম্পতি যেকোনো সময় গ্রেফতার হতে পারেন বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, আদালতে পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর পর রাকিব হাসান নাসির-তামিমা দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানার আবেদন করেছেন।

এ বিষয়ে রাকিব হাসানের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান সাংবাদিকদের জানান, আজই আমরা গ্রেফতারি পারোয়ানার জন্য আদালতে আবেদন করছি। আদালত বলেছেন সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন।

এদিকে পিবিআই সূত্রে জানা গেছে, আদালত যেকোনো সময় গ্রেফতারি পারোয়ানার আবেদন মঞ্জুর করলে তা পিবিআইয়ের কাছে চলে আসবে। আবেদন মঞ্জুর হলে যেকোনো সময় গ্রেফতার হতে পারেন নাসির-তামিমা দম্পতি।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। নাসিরের বিয়ের অনুষ্ঠানে অনেক ক্রিকেটারও উপস্থিত ছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বউয়ের সঙ্গে নাসির ছবি পোস্ট করলে জানাজানি হয় তার বিয়ের খবর।

এমএসি/ওএফ