র্যাবের ‘মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ম্যারাথন’ শুক্রবার
মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী চেতনাকে সামনে রেখে হাফ ম্যারাথন দৌড় প্রতিযােগিতার আয়োজন করেছে সিলেটের র্যাব-৯ ও সিলেট রানার্স কমিউনিটি।
শুক্রবার (২২ জানুয়ারি) সিলেটে এ ম্যারাথন দৌড় প্রতিযােগিতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
বিজ্ঞাপন
তিনি বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও যুবসমাজকে এতে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করাই এ আয়ােজনের মূল লক্ষ্য। এছাড়াও এ আয়ােজনের মাধ্যমে খেলাধুলা ও শরীরচর্চায় উদ্বুদ্ধ হয়ে শরীর ও মনকে সুস্থ রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তােলার অঙ্গীকার ব্যক্ত করবেন একদল তরুণ-তরুণী।
প্রতিযােগিতায় ১০ কিলোমিটার ও ২১.১ কিলোমিটার দৌড়ের দুটি ইভেন্ট হবে। এতে এক হাজার ৫০ জন দৌড়বিদ অংশ নেবেন।
বিজ্ঞাপন
ম্যারাথন দৌড় সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন মােড় ঘুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সংলগ্ন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হবে।
ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
গত বছর কুয়াকাটায় অনুষ্ঠিত ‘মাদকের বিরুদ্ধে দৌড়াও বাংলাদেশ’ শিরোনামে ১০ কিলোমিটার বিচ ম্যারাথনে অংশ নিয়েছিলেন পটুয়াখালী ও বরগুনার ৩০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী।
এআর/এইচকে