চট্টগ্রামের হালদা নদী থেকে একটি ডলফিন মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে হালদা নদীর রামদাস মুন্সিহাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়েছে। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া। তিনি বলেন, উদ্ধার করা ডলফিনের দৈর্ঘ্য ৫৯ ইঞ্চি। ওজন প্রায় ৩৫ থেকে ৪০ কেজি। মৃত ডলফিনটির দেহ পচে যাওয়া দেহে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদা নদী থেকে ৩০টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হালদা নদীতে নিয়মিত টহল দেওয়ার জন্য বের হন। এ সময় মৃত ডলফিনটি তিনি দেখতে পান। এরপর ডলফিনটি উদ্ধার করে রামদাস মুন্সিহাট হালদা নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন বিভাগ এবং আইডিএফের প্রতিনিধিরা উপস্থিতি হয়ে ডলফিনটি দেখেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি ও প্রাণিবিদ্যা বিভাগকে ডলফিনটি হস্তান্তর করা হয়েছে। 

কেএম/ওএফ