বাংলাদেশ সফর সযত্নে হৃদয়ে ধারণ করেন নিউইয়র্ক স্টেট সিনেটর
নিউইয়র্কের বিদায়ী কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা ও নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি. ল্যুর সাক্ষাৎ
২০১৯ সালে বাংলাদেশ সফর করেছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি. ল্যু। বাংলাদেশের সেই সফর এখনো সযত্নে হৃদয়ে ধারণ করেন তিনি।
শুক্রবার নিউইয়র্কের বিদায়ী কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার (ব্রাজিলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত) সঙ্গে সাক্ষাতে এ কথা জানান তিনি।
বিজ্ঞাপন
বৈঠকে কনসাল সাদিয়া ফয়জুন্নেসা নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি. ল্যুকে বাংলাদেশ ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রকৃত বন্ধু হিসেবে আখ্যায়িত করেন এবং কমিউনিটির শিক্ষা, স্বার্থ রক্ষায় ও আর্থ-সামাজিক কল্যাণে তার ভূমিকা অসামান্য বলে উল্লেখ করেন। এ সময় কনসাল জেনারেল আশা প্রকাশ করেন, সিনেটর ল্যুর কার্যালয়ের সঙ্গে কনস্যুলেটের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে, তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
বৈঠক শেষে বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে নিউইয়র্কের মূলধারার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মেলবন্ধন স্থাপন এবং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে নিবিড় যোগযোগ স্থাপনের জন্য সিনেটর কনসাল জেনারেলকে নিউইয়র্ক সিনেটের একটি প্রক্লেমেশন প্রদান করেন।
বিজ্ঞাপন
এনআই/আরএইচ