রমনায় ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
রাজধানীর রমনা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতাররা হলেন, আতিকুর রহমান ওরফে আতিক ও কাজী হামিদুল হক সুমন।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দুই নম্বর গেটের পাশের সড়ক থেকে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা পরিচালনাকালে তথ্য আসে যে, কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজা কুমিল্লা থেকে ঢাকায় এনে বিক্রয়ের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির দুই নম্বর গেটের পাশের সড়কে অবস্থান করছেন।
এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
জেইউ/আরএইচ