করোনাকালে কাতারে বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সেবা প্রদানকারী সম্মুখ সারির স্বাস্থ্যকর্মী, পেশাদার গোষ্ঠী এবং কমিউনিটি সংগঠনের ১৩৭ জনকে প্রশংসাপত্র প্রদান করেছে দোহার বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৪ অক্টোবর) দোহার বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশংসাপত্র হস্তান্তর করা হয়। 

দূতাবাস জানায়, কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের দেওয়া অমূল্য সেবা এবং সহায়তার জন্য বাংলাদেশি ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী, পেশাদার গোষ্ঠী এবং কমিউনিটি সংগঠনসহ ১৩৭ জনকে প্রশংসা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন স্বেচ্ছাসেবক এবং সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। 

রাষ্ট্রদূত বলেন, যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বদেশীদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। তিনি বাংলাদেশি সম্প্রদায়ের জন্য কাতার সরকার কর্তৃক প্রদত্ত সহায়তার ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত কাতার চ্যারিটি এবং কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির উদার সহায়তারও প্রশংসা করেন।

এনআই/এসকেডি