চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় গৃহবধূ রোকসানা বেগমকে হত্যার অভিযোগে স্বামী মো. মো. জাহাঙ্গীরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ( ৪ অক্টোবর) ঢাকার কদমতলী থানার জুরাইন এলাকার চেয়ারম্যান বাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান।

গ্রেফতার মো. জাহাঙ্গীর (৪৫) ভোলা জেলার লালমোহন থানার কুমারখালী গ্রামের নুর মোহাম্মদের ছেলে। জাহাঙ্গীর ও তার স্ত্রী রোকসানা নগরীর একটি হোটেলে কাজ করতেন।

পুলিশ কর্মকর্তা মাঈনুর রহমান বলেন, গত ১২ আগস্ট পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে মো. জাহাঙ্গীর শ্বাসরোধ করে স্ত্রী রোকসানা বেগমকে হত্যা করে। হত্যার পরে মরদেহ খাটের উপর রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ১৩ আগস্ট চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পুলিশ তদন্ত শুরু করে।

তিনি বলেন, রোকসানা বেগমকে হত্যা করেই আসামি জাহাঙ্গীর ঢাকায় পালিয়ে যান। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ সোমবার ভোরে ঢাকার কদমতলী থানার জুরাইন এলাকার চেয়ারম্যান বাড়ির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। রোকসানা জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রী। কুলসুম নামে তার আরও একজন স্ত্রী রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা কথা স্বীকার করেছেন জাহাঙ্গীর।  

কেএম/এসকেডি