চট্টগ্রামের জিইসি মোড়ের হোটেল পেনিনসুলার ভবনের বেজম্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের আটটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক শামীম আহমদ চৌধুরী। 

তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

কেএম/এসএম