দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুরে আজও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকাসহ একাধিক বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি অনেক জায়গায় মেঘলা আকাশ আর রোদের দেখা মিলতে পারে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. নাজমুল হোসেন এসব তথ্য জানান। আবহাওয়াবিদ বলেন, উত্তর পশ্চিমে থাকা লঘুচাপটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তবে এর প্রভাবে আজও রংপুরসহ আশপাশে এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, ঢাকাসহ একাধিক স্থানে আকাশ মেঘলা থাকার পাশাপাশি মাঝে মাঝে নামতে পারে বৃষ্টি। অধিকাংশ স্থানে মেঘলা আকাশের সঙ্গে রোদের দেখা পাওয়া সম্ভাবনা বেশি। উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলের বাইরে দেশের অন্যান্য স্থানে বড় ধরনের কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানায়, রংপুরে বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, আগের তুলনায় আগামী দুইদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা পর্যন্ত) সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে ২২২ মিলিমিটার। এছাড়া সৈয়দপুরে ১৮৯ মিলিমিটার ও রাজারহাটে ১৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

একে/এমএইচএস