ফাইজারের আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এসব টিকা। এ নিয়ে গত দুই দিনে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় তিন চালানে মোট ২৫ লাখ টিকা দেশে এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাইজারের টিকার তৃতীয় চালানে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছেছে। এর আগে, গতকাল সন্ধ্যায় আসে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং সোমবার রাতে আসে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা।

সব মিলিয়ে সোম ও মঙ্গলবার তিন চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছেছে।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে। সবশেষ গত ২৮ সেপ্টেম্বর ভোরে বড় চালানে ফাইজার থেকে আসে ২৫ লাখ টিকা। এ নিয়ে ফাইজার থেকে মোট ৬১ লাখ ১২ হাজার ৯৬০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।   

ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ। প্রথম দফায় জুলাই মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে। দ্বিতীয় দফায় ১৯ জুলাই মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এ নিয়ে কোভ্যাক্সের আওতায় দেশে মডার্নার ৪২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে এসেছে।

এনআই/টিআই/জেডএস