ঢাকা জেলার সাভার এলাকা থেকে ৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৪। আটক মাদক ব্যবসায়ীর নাম মোছা. রুমা আক্তার (৩৭)।

বুধবার (৬ অক্টোবর) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে র‍্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৭৭ গ্রাম হেরোইনসহ ওই নারী মাদক কারবারিকে আটক করে। 

আটক মাদক কারবারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য হেরোইন বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে এনে সাভার, আশুলিয়াসহ আশপাশের এলাকায় খুচরা দরে বিক্রি করে আসছেন।

আটকের পর আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সাজেদুল ইসলাম।

এমএসি/এইচকে