রাজধানীর ফকিরাপুলে খাবার ভেবে তেলাপোকা মারার বিষ খেয়ে অসুস্থ শিশু ইসমাইল (২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সে মারা যায়। 

এর আগে, আহত দুই শিশু মীম (৪) ও তার ছোট ভাই ইসমাইলকে বেলা সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালে আনা হয়। ভাই মারা গেলেও চিকিৎসাধীন রয়েছে তার বড় বোন। 

তাদের মা পরী বানু ঢাকা পোস্টকে বলেন, র‍্যাকের ওপর তেলাপোকা মারার বিষ রাখা ছিল। আজ সকালে আমি ও আমার স্বামী কাজে চলে যাই। আমার মা পানি আনতে চলে যায়। তখনই আমার দুই সন্তান খাবার ভেবে তেলাপোকা মারার ওষুধ খেয়ে ফেলে।  

তিনি বলেন, পরে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের বড় দুই ভাই আমাদের খবর দেয়। তখন আমরা বাসায় গিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসি। বিকেল ৩টার দিকে ছোট ছেলে ইসমাইল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, সকালে তেলাপোকা মারার বিষ খেয়ে অসুস্থ হওয়া দুই শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিকেলে একটি শিশু মারা যায়। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

এসএএ/আরএইচ