অ্যাপসভিত্তিক অবৈধ সুদের ব্যবসা পরিচালনাকারী ও অনলাইন প্রতারক চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগ। প্রাথমিকভাবে প্রতারকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, রাজধানীতে অভিযান চালিয়ে অ্যাপসভিত্তিক অবৈধ সুদের ব্যবসা পরিচালনাকারী ও অনলাইন প্রতারক চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন  ডিবি প্রধান (অতিরিক্ত কমিশনার) এ কে এম হাফিজ আক্তার।

জেইউ/এসকেডি