সংকট নিরসনে তুলার উন্নত জাত সম্প্রসারণের আহ্বান
আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উচ্চফলনশীল উন্নত জাত উদ্ভাবনের পাশাপাশি কৃষকের কাছে তার সম্প্রসারণ ঘটিয়ে এবং তুলা চাষের ক্ষেত্র বৃদ্ধি করে তুলার সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার।
‘কটন : দ্যা ফেব্রিক অব আওয়ার লাইভ’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাজধানীর খামারবাড়িতে বিশ্ব তুলা দিবস-২০২১ উপলক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব তুলা দিবসের প্রতিপাদ্য ‘ভালোর জন্য তুলা’।
বিজ্ঞাপন
তুলা উন্নয়ন বোর্ড আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার বলেন, বৈশ্বিক সংকট নিরসনে তুলা উৎপাদন বৃদ্ধি করে বস্ত্রখাতকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে। আগাম পরিকল্পনা গ্রহণ করতে তুলা উন্নয়ন বোর্ডকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, তুলা চাষে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সবার সম্মিলিত কর্মপরিকল্পনা করা জরুরি।
বিজ্ঞাপন
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. আলহাজ উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে সেমিনারে তুলা চাষের বর্তমান অবস্থা, সংকট, সংকট থেকে আশু উত্তরণের সম্ভাব্য উপায়গুলো আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ টি এম সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ক্রপস উইংয়ের পরিচালক খন্দকার আব্দুল ওয়াহেদ।
এ সময় কৃষি তথ্য সার্ভিসের পরিচালক সুরজিত সাহা রায়সহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর সংস্থার প্রতিনিধিরা, গার্মেন্টস মালিক প্রতিনিধিরা, রেয়ন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বীজ কোম্পানির প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একে/এমএইচএস